FB_IMG_1463914574744

অবশেষে সজল-মাহির ‘হারজিৎ​’

বিডিকষ্ট ডেস্ক অবশেষে সজল-মাহির হারজিৎ​ ছবির শুটিং শুরু হচ্ছে। ১৬ আগস্ট ক্যামেরার সামনে একসঙ্গে দাঁড়াবেন তাঁরা। শুটিং হবে এফডিসিতে। তথ্যগুলো জানিয়েছেন হারজিৎ​ ছবির পরিচালক বদিউল আলম খোকন।   এই ছবির মাধ্যমে বিয়ে এবং বিয়ে- পরবর্তী সময় সিলেটে শ্বশুরবাড়িতে অবকাশ শেষে অভিনয়ে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন মাহিয়া মাহি। বিয়ের আগে তাঁর হাতে ছিল দুটি ছবি। সজলের সঙ্গে হারজিৎ​, আর আরিফিন শুভর সঙ্গে ঢাকা অ্যাটাক। এদিকে সজলও তাঁর দ্বিতীয় চলচ্চিত্র হারজিৎ​-এর জন্য পুরোপুরি তৈরি। নাচ ও অ্যাকশন দৃশ্যের জন্য ইতিমধ্যেই তিনি প্রশিক্ষণ নিয়েছেন।   নিউজেনের ব্যানারে নির্মিত এই ছবিতে আরও আছেন মৌসুমী,